ঢাকা: এই ঢাকা বিশ্ববিদ্যালয়? এক বছরে কীভাবে আমূল পাল্টে গেলো সমস্ত পরিবেশ! শৈক্ষিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সবদিকে অধঃপতন! এই দেশের আর আছেটা কী?
১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা ও শ্রদ্ধা জানানোর কারণে বয়কটের শিকার হয়েছেন দেশের অনেক জনপ্রিয় শিল্পী, গায়ক, সংবাদকর্মী, অভিনেতা, মডেলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
শুধু বয়কট না তাঁদের ছবিতে জুতাপেটা করা হয়।
তাঁদেরকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে আজ (শনিবার) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাঁদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ আয়োজন সংবলিত একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে লেখা, ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’; ‘শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন’; ‘ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বিকেল ৫.০০ টায় কালচারাল ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি হবে’।
সাকিব খান ও চঞ্চল চৌধুরীসহ অভিনয় শিল্পীদের পাশাপাশি সাংবাদিকদের ছবিও রয়েছে ব্যানারে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকীতে তাঁকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা প্রকাশ করা শিল্পী ও সাংবাদিকদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে।
ইউনূসের জঙ্গী প্রশাসন কিছু বলে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শনিবার তাঁদের ছবিযুক্ত ব্যানার ঝুলিয়ে এ কর্মসূচি পালন করে চব্বিশের অভ্যুত্থানের পর গঠিত বিপ্লবী ছাত্র পরিষদ।
লাল ব্যানারে গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, ক্রিকেটার সাকিব আল হাসান, সাকিব খান, চঞ্চল চৌধুরী, স্বাধীন খসরু, আব্দুন নূর তুষার, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, পিয়া জান্নাতুল, আরশ খান, সুনেরাহ, ফারাবি হাফিজ, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, জাহের আলভি, সিয়াম (এসপি ক্রিয়েশন), পারসা ও মেহজাবিনসহ অনেকের ছবি রয়েছে।
সেলিব্রেটিদের ছবিতে জুতা নিক্ষেপ করে
রাজাকারদের আস্ফালন দেখা গেলো..!
বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি কি আসলেই এমন হওয়ার কথা? যেখানে রাজপথের স্লোগান গালিগালাজ ছাড়া চলে না, মিটিং-সমাবেশ ভরে থাকে অশ্লীলতায়, এমনকি স্ট্যাটাস ও কমেন্টেও গালি ছাড়া বক্তব্য প্রকাশ অসম্পূর্ণ থেকে যায়?
মুক্তচিন্তার সংজ্ঞা কি তাহলে বদলে গেছে?