ঢাকা: শিক্ষার্থীরা এবার দাবিতে অনশনে গেলো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

এদিন, শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ গণ-অনশন শুরু হয়, তবে পরবর্তীতে এটি আমরণ অনশনে পরিণত হয়।

অনশনে তিনজন শিক্ষার্থীর অসুস্থতার খবর পাওয়া গিয়েছে।

একনেকের সভা আগামিকাল ১৭ আগস্ট।

একজন আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “আমাদের একটাই কথা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং আগামীকালই তার অনুমোদন চাই।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ৯ বছর ধরে বঞ্চিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে।

যদি একনেকে নেতিবাচক সিদ্ধান্ত আসে তবে এর বিস্ফোরণ ঘটবে এবং এর দায় সম্পূর্ণভাবে সরকারের সংশ্লিষ্ট মহলকে নিতে হবে। তিনি ষড়যন্ত্রকারীদেরও এর জন্য দায়ী করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *