ঢাকা: ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া রিকশাচালকের আজিজুর রহমান জামিন পেয়েছেন।
জনতার রোষানলে পড়ে রিকশা চালক আজিজুরকে জামিন দিতে বাধ্য হয়েছে স্বৈরাচারী ইউনুস সরকার।
এই মানুষগুলোর অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এই দেশের জন্য। প্রজন্মের নায়ক আজিজুর ভাইকে সশ্রদ্ধ সালাম।
ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গেলে তাঁর উপর আক্রমণ চালানো হয়।
রাজাকাররা রীতিমতো তাঁকে মারধর শুরু করে। মারধরের শিকার হওয়ার পর অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত।
অথচ অভ্যুত্থানের ঘটনা পুরো সাজানো। একটা কিছু হলেই ভুয়া হত্যাচেষ্টা মামলা দিয়ে ঢুকিয়ে দেয়া হয়!
ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম রবিবার শুনানি শেষে এক বছর আগের ওই মামলা থেকে আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেন বলে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান।
ষড়যন্ত্রমূলক মামলা।
তিনি বলেন, “আশা করছি সব প্রক্রিয়া সেরে কালকের মধ্যেই তিনি মুক্তি পাবেন।”
আজিজুরকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়।
এদিন সকালে ১০ মাসের একমাত্র সন্তানকে নিয়ে আদালতে আসেন আজিজুর স্ত্রী চুমকি খাতুন। শুনানির সময় তিনি আদালতে বসে ছিলেন।