ঢাকা: ভারত বয়কটকারীরা কোথায় এখন? পেঁয়াজের দামের ঝাঁঝ আর জনগণের চোখের পানি এক হয়ে গিয়েছিলো। ভারত ছাড়া গতি আছে? তবুও রাজাকারদের চিৎকার শোনা যায়! অদ্ভুত!
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে! ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে ভারত থেকে।
রবিবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টায় ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। নওগাঁর জগদিশ চন্দ্র রায় ৩০ টন পেয়াজ আমদানি করেন।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস বলছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অবশেষে আমদানির অনুমতি দেয় সরকার।
আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরও কমে আসবে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
হিলি দিয়ে আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়। প্রত্যেক আমদানিকারক ৩০ টন করে আমদানির অনুমতি পেয়েছে।