মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইচড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশ সীমান্তে পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

এদিন, বৃহস্পতিবার, ১৫ মে সকাল ১০টা নাগাদ তাদের আটক করা হয়। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া এই বিষয়ে জানিয়েছেন।আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

উল্লেখযোগ্য যে, ২০২৪ এর ১ জানুয়ারি থেকে এই বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফের হাতে মোট ২ হাজার ৬০১ জন বাংলাদেশি নাগরিক ধরা পরেছেন।

মন্ত্রণালয়ের বিস্তারিত রিপোর্টে জানানো হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবছরের জানুয়ারিতে ১৭৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে। ২০২৪ এর ডিসেম্বরে এই সংখ্যা ছিল ২৫৩, নভেম্বরে ৩১০, অক্টোবরে ৩৩১, সেপ্টেম্বরে ৩০০, অগস্টে ২১৪, জুলাইতে ২৬৭ এবং জুনে ছিল ২৪৭।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *