ঢাকা: সন্তান যদি ইংরেজি মাধ্যম, বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয় বা বিদেশে পড়াশোনা করে তাহলে সেটা এখন থেকে জানাতে হবে আয়কর রিটার্নে।
এ ছাড়াও বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল যৌক্তিক পরিমাণে প্রদর্শন করা হয়েছে কিনা সে তথ্য জানাতে হবে রিটার্নের জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্যের ব্যয় বিবরণীতে।
আয়কর রিটার্ন অডিট নির্দেশনা-২০২৫ এ, এই নির্দেশনার কথা বলা হয়েছে।
কর ফাঁকি রোধে যত ব্যবস্থা যদিও পিছন দরজা দিয়ে বহু কর ফাঁকি দিয়ে বসে আছে মহাজনরা। সেসব দিকে নজর দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকি রোধ ও কর প্রশাসনে স্বচ্ছতা আনতে ‘আয়কর রিটার্ন অডিট নির্দেশনা, ২০২৫’ জারি করেছে।
নতুন নির্দেশনায় করদাতাদের রিটার্ন যাচাই, অডিট প্রক্রিয়া, ঝুঁকিপূর্ণ খাত চিহ্নিতকরণ এবং আইনি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত নীতিমালা দেওয়া হয়েছে।