সিলেট: পাথর চুরি শেষ, বাড়ি বানানো শেষ, ব্যবসা শেষ- পাথর শুকানো শেষ এখন তাই সরওয়ার স্যারকে বসানো হলো তদন্ত করে বের করার জন্য।
সিলেটের পাথরলুট নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে।
তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. সারওয়ার আলমকে।
তিনি সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে শের মাহবুব মুরাদকে ওই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
রাঘব বোয়ালেরা তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কী করেন এই সারোয়ার সাহেব সেটাই দেখার।
সারওয়ার আলম বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন।