ময়মনসিংহ: ভালুকা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু মহোদয়কে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। তাঁর সমর্থকরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছেন।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর বনশ্রীতে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কাজিম উদ্দিন আহমেদ ধনু ১৯৬৬ সালের ২৩ মার্চ ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা একজন মুক্তিযোদ্ধা, আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা ও কমান্ডার প্রয়াত আফসার উদ্দিন আহমেদ এবং মাতা খায়রুন নেছা আফসারও মুক্তিযোদ্ধা ছিলেন।
কাজিম উদ্দিন আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি ১৯৮৫ সালে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন।
২০০৩ সালে তিনি ভালুকা উপজেলা ও ভালুকা পৌর আওয়ামী লীগের সদস্য হন। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা, ভালুকা উপজেলা এবং ভালুকা পৌর আওয়ামী লীগের সদস্য।