সিলেট: সাবেক মন্ত্রী ইমরান আহমদকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি অসুস্থ। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি।মঙ্গলবার সকাল ১০টা নাগাদ কারাগার থেকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ওসমানী হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বুধবার বলেন, সাবেক মন্ত্রী ইমরান আহমদ হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। তাঁর বহু রোগ রয়েছে । ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগসহ নানা শারীরিক জটিলতা আছে তাঁর। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বর্তমানে।
গত বছরের ২০ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ইমরান আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর পরদিন রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ আইনে করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। এরপর তাঁকে ঢাকা এবং সিলেটের একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।