ঢাকা: আওয়ামী লীগ নেতা কর্মীদের অন্যায় গ্রেপ্তারি চলছেই। অন্যায়ভাবে আটক সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছে জনগণ কিন্তু দাবির মূল্য দেবে কে?
আদালত, বিচার ব্যবস্থা তো ইউনূসের কেনা গোলাম এখন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার।
সোমবার (১৮ আগস্ট) ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিচ্ছু জানায়নি তারা।