কিশোরগঞ্জ: বাংলাদেশে সংস্কারের নামে চলছে র্যাব -পুলিশের বেআইনী আগ্রাসন। অবৈধ সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় মামলা ছাড়া ও মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটক করার খেলায় মেতে উঠেছে মুহাম্মদ ইউনূস সরকার।
এবার বলা হচ্ছে কিশোরগঞ্জে ‘মাদকসহ’ আওয়ামী লীগ সমর্থিত দুই আইনজীবীকে গ্রেপ্তারের কথা। পুলিশ গ্রেপ্তার করেছে দুই আইনজীবীকে। তাঁদের কাছে মাদক পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
আটককৃত আইনজীবীরা হলেন,এডভোকেট সানোয়ার হোসেন রুবেল (৪৬) এবং এডভোকেট লুৎফুর রহমান ভুইয়া রুবেল (৪৬)। পরে এদিন, ১৫ মে, বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করলে বিচারক আটককৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখযোগ্য যে, গ্রেপ্তারি এখন প্রহসনে পরিণত হয়েছে বাংলাদেশে। একাধিক আওয়ামীলীগ কর্মী, নেতাদের ধরে ধরে জেলে ভরানো হয়েছে। সংস্কারের নামে গণ গ্রেফতারের এইসব প্রহসন ও আইন বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করতে হবে বলছে সাধারণ সচেতন জনগণ।