বান্দরবান: ধর্ষণ থামে না, নারী নির্যাতন থামে না দেশে। অথচ ইউনূস নাকি সংস্কার করবেন, সংস্কারের টোপ দেখিয়ে গদিতে বসেছেন।
বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।
গ্রেফতাররা হলেন, রুমা উপজেলার পাইন্দু ইউপির পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা আহ্লামং মার্মার ছেলে ক্যসাইওয়ং মার্মা (১৯), রাংমেশে মার্মার ছেলে ক্যহ্লাওয়াং মার্মা (২২) ও থোয়াইনুচিং মার্মার ছেলে উহাইসিং মার্মা (২৩)।
তবে ধর্ষণ অপরাধে জরিমানা দেয়া কেন?
নারীর উপর নৃশংস ধর্ষণ চালিয়েছে ধর্ষকরা। বা গ্রামের প্রধান কর্তৃক ছোটপর্যায়ে ‘বিচার’ হয়েছে পাড়ার উঠোনে, ৫০,০০০ টাকার জরিমানা দিয়ে!
ধর্ষণ কোনো অর্থ দিয়ে মাপা যায় না। দাবি, প্রতিবাদ উঠছে এই ঘটনার।
জনগণ বলছে, তীব্র নিন্দা জানাই এমন অমানবিক বিচার ব্যবস্থার বিরুদ্ধে। অপরাধীকে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে পাইন্দু হেডম্যান পাড়ার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে একই পাড়ার শৈহাইনু মার্মা।
পরে উহাইসিং মার্মা, ক্যহ্লাওয়াং মার্মা, ক্য ওয়াং মার্মা, চড়াই মার্মা মিলে ওই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেন।
আর পাড়া কারবারি (গ্রাম প্রধান) থোয়াইসা মারমার বাসভবনে ধর্ষণ সংক্রান্ত সামান্য সামাজিক সালিশে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই টাকার বিষয়টি জানাজানি হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারপর ধর্ষণে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।