কুমিল্লা: কুমিল্লায় সড়ক দুর্ঘটনা ফের। এই পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতাসহ তিনজন প্রাণ হারিয়েছেন।
বুধবার সকালে দেবিদ্বার উপজেলায় এবং মঙ্গলবার সন্ধ্যায় আদর্শ সদর ও রাতে বুড়িচং উপজেলায় এই দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন- কুমিল্লা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. কবীর হোসেন (৪৮), হ্যাপি ভৌমিক (৪৫) ও মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মোহাম্মদপুর গ্রামের অটোরিকশা চালক মনির হোসেন (৩৯)।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হ্যাপি ভৌমিক নামের এক নারী নিহত হয়েছেন।
এই দিনেই দলীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কুমিল্লা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবীর হোসেন।