ঢাকা: পৃথিবীর তৃতীয় বৃহত্তম রিফুজি ক্যাম্প আমাদের উখিয়া কুতুপালং রোহিংগা ক্যাম্প। সেখানে ভাসমান কিছু প্রাণী হচ্ছে রোহিঙ্গা শরণার্থী।

এদের প্রত্যাবাসনের কোনো পদক্ষেপ নেই অন্তর্বর্তী সরকারের। কোনো অগ্রগতি নেই সরকারের।

আর এদিকে রোহিঙ্গা ত্রাস হয়ে দাঁড়িয়েছে।

এবার কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে টমটম চালক রোহিঙ্গা যুবক নুরুল আবছারের হত্যার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের মৃত আলী আহমদের ছেলে শফি আলম (২৮), একই ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে ইমাম হোসেন (২০) এবং নুর আহমেদের ছেলে আবুল হাশিম (৪৫)।

এরা হত্যার সাথে জড়িত এই কথা স্বীকার করেছে।

হত্যার বিষয়ে পুলিশ জানায়, শনিবার (১৬ আগস্ট) নুরুল আবছার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন কিন্তু আর ফিরে আসেননি।

রবিবার (১৭ আগস্ট) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কুচুবনিয়া এলাকায় ড্রাগন বাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *