সিলেট: একদিকে উদ্ধার, অন্যদিকে হরিলুট! লুট হয় কোটি টাকার মালামাল, উদ্ধার হয় ১০ টাকা! এতেই দেখানো হচ্ছে প্রচুর কাজ হয়ে গেছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে লুট করা প্রায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি বিশেষ টহলদল কোম্পানীগঞ্জের আদর্শগ্রামে অভিযান চালায়। মজুদ করা কিছু পাথর উদ্ধার করে তারা।

এদিকে, জৈন্তাপুর উপজেলার রাংপানি পর্যটন কেন্দ্র ও কানাইঘাটের লোভাছড়ায় অব্যাহত রয়েছে পাথর লুটপাট।

স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর রাংপানি নদীর অন্তত চারটি পয়েন্ট— শ্রীপুর, আদর্শগ্রাম, খড়মপুর ও বাংলাবাজার কোয়ারি থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট পাথর উত্তোলন করছে চক্রগুলো।

সেটাই আগে বলা হলো, উদ্ধার হচ্ছে একদিকে, আরেকদিকে হরিলুট চলছে।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ভোলাগঞ্জের সাদাপাথরে ব্যাপক লুটপাট শুরু হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এক সমীক্ষায় ওই এলাকায় প্রায় দেড় কোটি ঘনফুট পাথরের মজুদ ছিল বলে জানানো হয়।

স্থানীয়রা বলছেন, দিনরাত পাথর পাচারের কারণে শুধু খনিজ সম্পদই নয়, ধ্বংস হচ্ছে পর্যটনকেন্দ্রগুলোও। ভোলাগঞ্জের ঘটনার মুখে প্রশাসন দায়সারা অভিযান চালাচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *