ঢাকা: লক্ষ লক্ষ শিক্ষিত বেকার চাকরি পায় না, আর অবসরে যাওয়া কর্মকর্তাদের পদোন্নতি কতটা যৌক্তিক হতে পারে? বাহ্ কি সুন্দর সংস্কার ইউনূসের!

প্রশ্ন হচ্ছে, ১৮ বছর পরে ডেটবিহীনদের কোন কারণে নিতে হবে? দেশে কি বিসিএস ক্যাডার নেই? হাজার হাজার শিক্ষিত বেকার ঘরে ঘরে পড়ে আছে!

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।

বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

সুপারিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন আছেন।

এসব কর্মকর্তা ইতিমধ্যে অবসরে গেছেন। আগের কোনো তারিখ থেকে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ‘ভূতাপেক্ষ’ বলা হয়।

তাদের মধ্যে ৬ জন কর্মকর্তাকে তিন ধাপ, ১৭ জনকে দুই ধাপ আর ৫৫ জনকে এক ধাপ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *