ঢাকা: সাকিবা সুলতানা বন্যা নামের মেয়েটি ঢাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায়না বলে কত পোস্ট দিয়েছিল, বিপ্লব করেছিল।
যখন এরা বিপ্লব করে তখন সৎ মনে হয় এদেরকে। আসলে কতটুকু কী তা তো দেখাই যাচ্ছে।
অথচ তিনি রোকেয়া হল ছাত্রদল নেত্রী এবং ছাত্রদলের রোকেয়া হল প্যানেল থেকে পাঠকক্ষ সম্পাদক প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচন করছে।
ঢাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না চাওয়া এই বন্যাও আগে গুপ্ত রাজনীতি করতো।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে।
এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে।
২৮টির পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল।