ঢাকা: পশ্চিমবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে সবজি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। কলকাতা ও আশেপাশের বাজারে সবজি সরবরাহ প্রায় ৮০ শতাংশ পর্যন্ত নিম্নমানের হয়ে পড়েছে। ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম এক লাফে বেড়ে গেছে।

বর্তমানে কলকাতার বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণি বিপর্যস্ত। সবজির দাম বাড়ার কারণে পরিবারের বাজেট কঠিন হয়ে উঠেছে, এমনকি মাছ এবং মাংসের দামও আকাশছোঁয়া।

আসামেও বেড়েছে জিনিসপত্রের দাম।

কাঁচা মরিচের কেজিও বেড়েছে। ১০০ গ্ৰামের দাম ৮ থেকে ১০ রুপি ছিল বর্তমানে একই পরিমাণ কাঁচা মরিচ ২০ রুপি অর্থাৎ প্রতি কেজি ২০০ রুপিতে কিনতে হচ্ছে।

টমেটোর দাম কিছুদিন আগেই কেজি প্রতি ১১০ রুপি ছিল। একন টমেটোর দাম কেজি প্রতি ১০০ রুপি আবার কোথাও কেজি প্রতি ৮০ রুপি, বাঁধাকপি প্রতি কেজি ৪০ রুপি, আলু কেজি প্রতি ২৫ রুপি, পেঁয়াজের ঝাঁঝ একটু কম প্রতি কেজি ৩০ রুপি।

দেখা গেছে, আদা প্রতি কেজি ১৮০ রুপি আবার কোথাও ২০০ রুপি।

মুরগির মাংস প্রতি কেজির দাম ২২০-২৫০ রুপি, খাসির মাংস প্রতি কেজি ৮৬০ রুপি, ভোলা মাছ প্রতি কেজি ২৫০-৩০০ রুপি, রূপচাঁদা প্রতি কেজি ৬০০ রুপি, গলদা চিংড়ি প্রতি কেজি ৬০০ রুপি আর একটু বড় সাইজের গলদা চিংড়ির দাম হয়েছে ৭০০ রুপি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *