বাগেরহাট: বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি বাগেরহাট জেলা শাখার আয়োজনে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনগণ মহাসড়ক অবরোধ করে।
জনগণ মহা ভোগান্তিতে পড়ে এই সময়। যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা এটিএম আকরাম হোসেন তালিম বলেছেন, ‘বাগেরহাটে দীর্ঘদিন ধরে চারটি আসন রয়েছে। হঠাৎ করে একটি আসন কমানোর প্রস্তাব অন্যায় ও ষড়যন্ত্রমূলক। আমরা এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেব না।’
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম জানান, বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি।