টেকনাফ: কক্সবাজার উখিয়া,টেকনাফে মাদক মাফিয়াদের সিন্ডিকেট ভাঙ্গেনি।বরং মাদক মাফিয়ারা স্বগৌরবে কারবার চালিয়ে যাচ্ছে ৷ মাদক মাফিয়াদের দাপট কমছে না, বরং দিনদিন বাড়ছে এতে জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। মাদক মাফিয়া চক্র বীরদর্পে দেশে চষে বেড়িয়ে কারবার চালিয়ে যাচ্ছে।
এবার কক্সবাজারের টেকনাফে সাড়ে ৪৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। টেকনাফে যৌথ বাহিনীর ১২ টি অভিযানে এই সব মাদক উদ্ধার করা হয়।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভির বলেন, গত ২৭ ফেব্রুয়ারি হতে ১৬ এপ্রিল পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও আউটপোস্ট শাহপরী সমুদ্র উপকূল হতে কোস্ট গার্ডের একক এবং র্যাবের সমন্বয়ে ১২ টি মাদক বিরোধী অভিযান চালায়। এই অভিযানে ৯ লাখ ৬ হাজার ৪’শত ৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৪৫ কোটি ৫০ লাখ ৪৭০ টাকা।
প্রশাসনের চোখে ফাঁকি মাদক কারবার চালিয়ে যাচ্ছে।ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চিহ্নিত মাদক মাফিয়াদেরকে আইনের আওতায় দ্রুত আনা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার আসার পর দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে মাদককারবারিরা। বৃদ্ধি পেয়েছে মাদকের চালান।
আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাদক ধ্বংস করা হয়েছে। জনগণ বলছেন, কক্সবাজার-টেকনাফে মাদক ব্যবসা বন্ধ না হওয়ার একমাত্র কারণ পুলিশ সহ অন্যান্য বাহিনীর তদন্তে অদক্ষতা ও গাফিলতি!
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা মাদক ব্যবসায়ী ও তার পরিবারের সম্পত্তি জব্দ করতে পারে। কিন্তু তা হয়নি! শুধু সৎ ইচ্ছা এবং আইনের কঠোর বাস্তবায়নই যথেষ্ট মাদক দমন করার জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সঠিকভাবে প্রয়োগ করা হলে মাত্র ছয় মাসের মধ্যে কক্সবাজার থেকে মাদক ব্যবসা চিরতরে নির্মূল করা সম্ভব!