ঢাকা: বাংলাদেশে শিশুরা জ্বরে খুব ভুগছে। একদিকে তো আছে ডেঙ্গু, সরকারের কোনো সতকতামূলক কার্য নেই। আরেকদিকে সর্দি, কাশি, জ্বর।

বেডের সংকটে বারান্দায় চিকিৎসা নিচ্ছে শিশুরা। ৪০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ২৪০ জন। শিশু রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আবহাওয়ার তারতম্যের কারণে শেরপুরসহ দেশে হঠাৎ শিশুদের মধ্যে ঠান্ডাজনিত ভাইরাস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

বিশেষ করে শিশুরা সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।

জানা গিয়েছে, অনেক রোগীকেই মেঝেতে, বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, বারান্দায় পর্যন্ত রোগীর চাপ এত বেশি হাঁটার জায়গাও ফাঁকা নেই।

আর সীমিতসংখ্যক চিকিৎসক নিয়ে এত রোগী সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন তাঁরা। সরকারের নজর নেই।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) জুলাই মাসের তথ্য বলছে, এই বছর সবচেয়ে বেশি পাওয়া গেছে ইনফ্লুয়েঞ্জার রোগী।

হাসপাতালগুলোর তথ্য বলছে, চিকুনগুনিয়ায় আক্রান্তের হারও এই বছর অনেক বেশি।

গত বছর এই সময়ের চেয়ে এবার ডেঙ্গুতে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন রোগী গত বছরের চেয়ে বেশি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *