মাগুরা: মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। নির্মমভাবে হত্যা করা হয় আছিয়াকে। এই রায়ে প্রধান অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তবে উক্ত মামলায় খালাস পেয়েছেন বাকি ৩ আসামি।

শনিবার, ১৭ মে সকাল সাড়ে ৯টা নাগাদ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। মামলায় খালাসপ্রাপ্ত ৩ জন আসামি হলেন, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ ।

আছিয়া তার দিদির বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়। মামলার মূল আসামি, শিশু আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও, গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আদালতে আসামিদের উপস্থিতিতে শুনানি হয়। মামলায় শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) অভিযোগ গঠন করা হয়।অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত মামলার বিচার কার্যক্রম শেষ হয়েছে।

তবে এই রায়ে সন্তুষ্ট নয় শিশুটির পরিবার। এর বিরুদ্ধে তারা আপিল করবে বলে জানিয়েছে।শিশুটির মা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, বাকি তিন আসামীর সর্বোচ্চ শাস্তি চান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *