ঢাকা: এইযে দেশ জুড়ে মহামারীর মতো ভাইরাস চলছে বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া।

এগুলার কি কোনো সমাধান নেই? শিশু, বড় কেউ ছাড় পাচ্ছে না।বিশেষ করে বাচ্চারা বেশি কষ্ট পাচ্ছে।

অথচ সরকারের এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। সতর্কতামূলক প্রচারণা নেই।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪৭ জন।

হিসেব বলছে, এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন।

এদিন, শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু বিষয়ে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪ জন মারা গেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *