ঢাকা: আওয়ামী লীগের উপর প্রতিহিংসার আগুন ছাড়িয়ে গেছে ইউনূসের।

৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা শুরু করেছে জঙ্গী সরকার।

শুধু তাই নয়, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীসহ আওয়ামী পন্থী জনগণকেও গ্রেপ্তার করে জেলে পুড়ছে এই সরকার।

এবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননকে যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত।

আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত এই আদেশ দেয়।

যতসব ভুয়া, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেপ্তার, কারাগারে পাঠানো হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. কাউসার হুসাইন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *