ঢাকা: বাংলাদেশে তো ইউনূসের আমলে প্রতিদিন জিম্মি, খুন, মব করে হত্যা, পাথর চাপা দিয়ে হত্যা, চাঁদাবাজি এইসব ঘটছেই।
এই বাংলাদেশিরা এখন প্রবাসে গিয়েও নানান অপকর্মে জড়িয়ে পড়ছে। জঙ্গীর সাথে যুক্ত হয়ে নানান ঘটনা ঘটাচ্ছে, এমনকি অপহরণের মতোও কার্য করছে!
বাংলাদেশের সবুজ পাসপোর্ট এখন পৃথিবীর প্রায় দেশেই অচল। ভিসা না পেয়ে বিমুখ হচ্ছে জনগণ। চিন্তা নেই ইউনূসের। পাকিস্তান তো আছে। বাবা পাকিস্তান সব অচলাবস্থা ঠিক করে দেবে।
এবার মালদ্বীপে কাণ্ড ঘটালো। মালদ্বীপের রাজধানী মালেতে এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে টাকা দাবি করে বাংলাদেশিরা।
এই ঘটনায় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।গত শুক্রবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে পুলিশে অভিযোগ আসে যে, এক বাংলাদেশিকে আটকে রেখে মারধর করা হচ্ছে এবং অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে অর্থ দাবি করছে।
অবশেষে ভুক্তভোগী ব্যক্তিকে মালের এসআই গেস্টহাউস থেকে উদ্ধার করা হয়।
ঘটনাস্থলেই দুই সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাংলাদেশি নাগরিক মুহাম্মদ আজিজুল (৩৭) ও সাদীগুল মিয়া (৩৭)। আদালত তাদের ১৫ দিনের হেফাজতে পাঠিয়েছে।
এই বাংলাদেশিরা বৈধ ভিসা ছাড়া মালদ্বীপে অবস্থান করছিল।