ঢাকা: এর আগে জানিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় চান না।

এমনকি সংস্কার চান না বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে নব্য ফ্যাসিবাদ বলে আখ্যা দেন তিনি।

জি এম কাদের ড. ইউনূস এবং অভ্যুত্থানের নেতাদের কটাক্ষ করে ব‌লেন, আমরা চাই সরকারপ্রধান ও তার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক।

জনগণ যদি তাদের গ্রহণ করে, আমরা গ্রহণ করব। আবারও বলছি, এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না। নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না।

জিএম কাদের অভিযোগ করে বলেছিলেন, জাপার কর্মসূচি‌তে বাঁধা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চলছে। আর অন্যায় অত্যাচার সহ্য করব না।

এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এই সরকারের দ্বারা ভালো কিছু করা সম্ভব না। দেশের অন্তত দুই-তৃতীয়াংশ মানুষ এই সরকারের চলমান কর্মকাণ্ডের বিরোধী।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনের শাসনের অভাব, চেয়ারম্যান জি এম কাদেরের নামে মিথ্যা মামলা ও নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে কথাগুলো বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘প্রতিদিন মিথ্যা মামলা দিয়ে বিরোধী কণ্ঠকে দমন করছে সরকার। এভাবে ভিন্নমতকে অবরুদ্ধ করে দেশ পরিচালনা করা যাবে না।’

বলেন, ‘নির্বাচনের কোনো পরিবেশ দেখছে না জাতীয় পার্টি। মবতন্ত্র কায়েম করা হচ্ছে। এই সরকারের দ্বারা ভালো কিছু করা সম্ভব নয়।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *