ঢাকা: কোটা না মেধা? মেধা মেধা? যার জন্যে একটা গড়ে ওঠা দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, সেই কোটাতেই তো কোঠা পেয়ে গেলেন সেই সারজিস আলমের শ্বশুরমশাই!

এ তো দেখাদেখি বৈষম্য। তা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা যে কোটায় ঢুকে গেলেন এখন এর প্রতিবাদ কে করবে?

নাহলে জামাতা এনসিপির নেতা আর জামাতার ক্ষমতায় শ্বশুর বসে গেলেন বিচারপতির চেয়ারে! এখন জামাতার একটু সুবিধা হয়েছে বৈকি! এমনিতেও দেশে একধারায় খেয়ালখুশিমতো বিচারপতির রদবদল, বরখাস্ত চলছে! সৎ এর জায়গায় অসতেরা আশ্রয় নিচ্ছে!

এবার আরেক জঙ্গী বিশাল বড় সেফগার্ড পেয়ে গেলেন শ্বশুরমশাই বিচারপতি হওয়াতে।

হাইকোর্টে বিচারপতি নিয়োগে এনসিপির জালিয়াতি! সারজিস কোটায় শ্বশুর বিচারপতি! নিজেই নিজেকে বিচারপতি নিয়োগ!

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে ২৫ বিচারপতি নিয়োগ পেয়েছেন সেখানে জায়গা করে নিয়েছেন এনসিপি’র সার্জিস আলমের শ্বশুর মোঃ লুৎফর রহমান।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। এখানে সারজিস আলমের শ্বশুরও রয়েছেন।

মুন্সি হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তী আইনজীবি হিসাবে তিনি কর্মজীবন অতিবাহিত করছিলেন। ৫ আগষ্টের পরে নিয়োগপ্রাপ্ত হোন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে। আর তালপর মেয়ের জামাইয়ের সুপারিশে সরাসরি হয়ে গেলেন- বিচারপতি।

বিচার, ন্যায়, শালীনতা সবকিছুকে বুটের তলায় পিষে ফেলা এই “মব সৃষ্টির বাংলাদেশ” আসলে ন্যায়ের কবরস্থান!

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এবং সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক এসব নিয়োগ দেওয়া হয়েছে। তারা শপথের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *