ঢাকা: নেককারদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে, যারা পালিয়েছে তারা দেশপ্রেমিক নয়, এই কথা বলেছেন ধর্ম উপদেষ্টা।

তা প্রশ্ন হলো, এখন যারা ক্ষমতা আঁকড়ে বসে আছে, যে জঙ্গীরা চেয়ারে বসে, তারা যাদের সাথে ওঠাবসা করছে তারা যে বাঙালি মা বোনদের ধর্ষক তা আপনি জানেন তো?

ক্ষমতাবানরা সেই ধর্ষক, রাজাকারদের সাথে হাত মেলাচ্ছে সেই ক্ষমতাবানরা দেশপ্রেমিক?

ধর্ম উপদেষ্টার কাছে দেশপ্রেমিকের সংজ্ঞা কী? দেশপ্রেমিক হতে গেলে কী দাঁড়ি, টুপি লাগাতে হয় নাকি জঙ্গী পাকিস্তানের পায়ের কাছে বসে তেল মালিশ করতে হয়?

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বাংলার মাটিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলেছেন, “ইসলাম বলেছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের (বাংলাদেশ-পাকিস্তান) সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

তা ধর্ম উপদেষ্টা আপনি বলুন এরাই তাহলে দেশপ্রেমিক তাই না?

৩০ লাখ শহীদের রক্তে কেনা এই দেশ,দুই লাখ মা বোন নির্যাতিত হয়েছে পাকিস্তানের দ্বারা। কখনো ক্ষমা চায়নি পাকিস্তান।

আর এই জঙ্গীদের তোষামোদি করে বেঁচে আছে বাংলাদেশে জন্ম নেয়া রাজাকাররা।

এখন যা দেখছি তাতে তো মনে হয় সেই ১৯৪৭ এ ফিরে গেলেই ভালো হতো। ৫২ এর ভাষা আন্দোলন এর দরকার ছিলো না।

আমার ভাই বোনের বুকের তাজা রক্ত ভাষার জন্য ঢেলে দেয়ার প্রয়োজন হতোনা। আমরা উর্দুতে কথা বলতাম তাতেই ভালো হতো। মায়ের ভাষা বাংলা কে ভুলে যেতাম হয়তো একসময়।

কারণ এখন তো বাংলা থেকে উর্দুর প্রতি প্রেম বেশি মৌলবাদীদের। তা এদেরকেই কি দেশপ্রেমিক বললেন নাকি উপদেষ্টা?

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামীতে নেককার মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে।

তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে দেশের সম্পদ লুট হয়েছে, যারা লুট করেছে বা পালিয়েছে তারা দেশপ্রেমিক নয়।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে আহলুস সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও ইসলামিক দলগুলোকে জনগণের ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন ও জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *