ঢাকা: রাজাকার, জঙ্গীদের কাণ্ড এর চাইতে ভালো আর কী হবে?

জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু করলো স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য।

শিবির একটি গুপ্ত সংগঠন, এটা স্পষ্ট। তারা গুপ্ত থেকে বিভিন্ন ফেইক আইডি ও পেইজ খুলে সবচেয়ে বেশি গুজব ছড়ায়, শিবিরের মতো এতো নিখুঁত গুজব বাংলাদেশে আর কেউ ছড়াতে পারেনা ।

তাদেরকে এদেশের মানুষ কেন বিশ্বাস করেনা এটার প্রমাণ হচ্ছে বিগত ৫৪ বছরে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারা।

এই ডাকসু নির্বাচন কিসের জন্যে? এমপি কেন জানা আছে, চেয়ারম্যান কেন জানা আছে, ডাকসু কেনো ?

শিক্ষাক্ষেত্রে ডাকসুর অবদান কি? ডাকসু একটা বিশ্ববিদ্যালয় এর নিজস্ব ব্যাপার তাহলে সারা দেশ পাগল কেনো?

একটা দেশ ব্রিটিশ খেয়ে গেছে তারপর পাকিস্তান খেয়েছে । এখন এরা দেশটা ও শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে ।

এর আগে কোনো ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের নজির নেই। এতদিন নিরাপত্তার দায়িত্ব পালন করেছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা টিম, পুলিশ কিংবা আনসার বাহিনী।

এবারের ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে। এটি হচ্ছে ইতিহাসে প্রথমবারের মতো সেনা মোতায়েন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাসদস্যরা।

গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে, গণহত্যা করা সেনাবাহিনী এখন ডাকসু নির্বাচনে নিরাপত্তা দেবে!

যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে টোকাইদের নিরাপত্তা দিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন কেন?

দেশটা ধীরে ধীরে হাস্যকর অবস্থায় পরিণত হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে আগে থেকেই প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হলেও অফিসিয়ালি শুরু হয়েছে আজ (মঙ্গলবার)।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে।

পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনও প্রার্থী নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবে না। পাশাপাশি নির্দিষ্ট সময়ে হলগুলোয় প্রচার চালানো যাবে বলে জানানো হয়েছে।

বলা হয়েছে, ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রী হলে প্রচারণা চালানো যাবে। আর ছাত্র হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *