ঢাকা: বিমান উপদেষ্টা আবার বিমানের চেয়ারম্যান, উদ্ভট এক শাসন ইউনুস সরকারের। অবৈধ এই ইউনূসের আমলে সব সম্ভব।
অদ্ভুত এক উটের পিঠে চলেছে দেশে!
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
বর্তমান ইউনূস সরকার যোগ্য লোকের তীব্র সংকটে ভুগছেন, যিনি উপদেষ্টা তিনিই নিয়োগ পেলেন চেয়ারম্যান পদে!
এখন তো এমন দেখা যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেরিতে হলে হয়তো ভবিষ্যতে এমডি থেকে কেরানী এমনকি পিয়ন – ড্রাইভার- ক্লিনার পর্যন্ত উপদেষ্টা ছাড়া কাউকে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত মনেই করবেন না!
তার প্রমাণ স্বরূপ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে দিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং (সংশোধন) আইন, ২০২৩ এর ধারা 30(c) এ অর্পিত সরকারের ক্ষমতাবলে ‘The Companies Act, 1994’ এর আওতায় প্রণীত Articles of Association of Biman Bangladesh Airlines Limited এর অনুচ্ছেদ-৫১ এর আওতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।