ঢাকা: এখন আর কারো আসমান কাঁপে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালিন আসমান কাঁপতো।

বুয়েট শিক্ষার্থীদের উপর নির্মম হামলা চালিয়েছে পুলিশবাহিনী।

ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবির আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ঢাকার ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল ৩টার দিকে রুয়েটের শিক্ষার্থীরা প্রতিবাদে ফুঁসে ওঠেন।

পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ক্যাম্পাসে সমবেত হন এবং একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর তালাইমারী মোড়ে গিয়ে বিকেল ৪টার মহাসড়ক অবরোধ করে।

এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারী মোড়ে এসে রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন।

পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করলে যান
চলাচল শুরু হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটার নামে বৈষম্য, চলবে না চলবে না’, ‘সবার মুখে একই বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’, ‘কথায় কথায় দশম ছাড়, দশম কি তোর বাপ-দাদার’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন, গত বছরের ৫ আগস্টের পর এই দেশে কোনও কোটা থাকতে পারে না। অথচ ডিপ্লোমায় পড়াশোনা করে তারা কোটা প্রথায় চাকরি করছেন। এটা এ দেশে চলতে পারে না। এই দাবি আদায়ে ন্যায্য আন্দোলনে পুলিশ হামলা করেছে। এটি কোনোভাবেই কাম্য নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *