ঢাকা: বিলুপ্ত ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির নাম ব্যবহার করে সভা-সমাবেশ, বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বুধবার (২৭ আগস্ট) সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিলুপ্ত কমিটির কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি এই সংগঠনের কোনো কার্যক্রম পরিচালনার বৈধতা রাখে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা লক্ষ্য করছি, বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির কিছু সদস্য বা তাদের অনুসারীরা এখনও প্রজন্মের নাম ব্যবহার করে অবৈধভাবে সভা-সমাবেশ, বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বলা হয়, অতি শিগগিরই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *