ঢাকা: জাকসু নির্বাচন: প্যানেল ঘোষণা করছে জাবি ছাত্রদল। এরা কি আসলেই ছাত্র?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
ছাত্রদলের হয়ে সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদি হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে তানজিলা হাসান বৈশাখী থাকবেন।
এদিন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ পাদদেশে সংবাদ সম্মেলন করে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।
ছাত্রদলের হয়ে সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদি হাসান, সাধারণ সম্পাদক হিসেবে তানজিলা হাসান বৈশাখী, যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ, নারী হিসেবে যথাক্রমে সাজ্জাদুল ইসলাম, আন্জুমান আরা ইকরা।