ঢাকা: দেশে যাই ঘটুক এখন আর কোনো দরকার নেই এনসিপির। এই জঙ্গীরা নিজেদের পকেট ফুলিয়ে ফেলেছে। কোনো জঙ্গীর শ্বশুর আবার জামাই কোটায় বিচারপতি হয়ে গেছে।

মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এখন জেলে আর প্রাক্তন ছাত্রলীগ বর্তমান টাটকা এনসিপি নেতা সার্জিস আলম চিনে গেছেন দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে।

এছাড়াও দেশে ছাত্রদের উপর হামলা হচ্ছে, আর এনসিপি নেতারা চিন সফরে ব্যস্ত।

বুয়েটের শিক্ষার্থীরা এনসিপি ও ইউনূসের হুকুমে আক্রমণের শিকার আর জঙ্গীরা চিন দেশে গিয়ে ফটোসেশান করছে, টোকাইগুলো তারা তাদের যা ক্ষমতা টাকা পয়সা দরকার তা করে ফেলেছে তাই এখন আর সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ভূমিকা নেয়ার প্রয়োজন মনে করছে না।

বুয়েট এবার খুব ভালোমতো বুঝে ফেলেছে আসল বাটপার কে!

এদিকে, চিন সরকার কিসের ভিত্তিতে এনসিপির প্রতিনিধিদের আমন্ত্রণ জানালো?

এনসিপি এখন পর্যন্ত রেজিষ্ট্রেশন প্রাপ্ত রাজনৈতিক দল নয়। এনপিপির নেতারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারে এমন কোন গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্বে নেই। এমনকি এনসিপি সরাসরি জনসমর্থিত রাজনৈতিক দল না। চলতে হয় সেনার সুরক্ষায়।

দেশের উন্নয়নে এনসিপির উল্লেখযোগ্য কোন অবদান নেই।

সর্বোপরি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা এনসিপির নেই, তাহলে চিন সরকার কিসের ভিত্তিতে এনসিপি নেতাদের আমন্ত্রণ জানায়? চিনের মোটিভ কি?

শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করে, সাজানো গোছানো একটি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে এই ইউনুস আর জঙ্গী পারছিস, মাহফুজরা!

চারদিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট নেতা। মঙ্গলবার রাত ১০টায় তারা ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেন। ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *