ঢাকা: এই সরকার দেশে শান্তি ফিরিয়ে দিতে পারবে না।

বাংলাদেশের শান্তি-সমৃদ্ধিকে নস্যাৎ করে দিয়েছে ফ্যাসিস্ট ইউনূস ও তার দোসরদের জুলাই ষড়যন্ত্র।

জুলাই ষড়যন্ত্রের নামে একটি গণতান্ত্রিক সরকার হটিয়ে জোরপূর্বক একটি সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করার ফলে বিদেশি রাষ্ট্রগুলোও মুখ ফিরিয়ে নিয়েছে ইউনূস গং থেকে।

মব তো চলছেই। মবকে স্বীকৃতি দিয়েছে এই সরকার। এর মধ্যেই ফের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন দিক থেকে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি।

উদ্ভূত পরিস্থিতিতে সেই পুরনো কৌশলে ফিরে গিয়েছেন।

আজ রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়।

অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এদিকে শনিবারজাতীয় পার্টির কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়া হয়। সবদিক মিলিয়ে দেশ সামলাতে অপারগ এই ইউনূস।

এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতি এবং রাজনৈতিক ও নির্বাচন পরিস্থিতি নিয়ে আলাপ হতে পারে।

তবে বৈঠক ডেকেও কী হবে না ডেকেও কী হবে? যেই লাউ সেই কদু।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল সাড়ে ৪টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *