ঢাকা: আওয়ামী লীগ আবেগ, আওয়ামী লীগ রক্তের ফোঁটা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কারো সাধ্য নেই। এইকথা বলছে আবারো আজকের জনগণ।
আজ ধানমন্ডি (২৭ থেকে শংকর) তে বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদী বিক্ষোভ মিছিল হয়।
শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থাকা মামলা প্রত্যাহার ও অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি জানানো হয় মিছিল থেকে।
এই মিছিলে সাধারণ পথচারীদের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিলো। দিন যত যাবে, মিছিলের পরিধি-পরিসর ততই বাড়বে!
কারণ বাংলাদেশের পরিস্থিতি এমন জায়গাতেই নিয়ে গেছেন ইউনূস।
সময়ের সাহসী ও দেশপ্রেমিক সন্তানেরাই বঙ্গবন্ধুর সৈনিক! বঙ্গবন্ধুর ভাস্কর্য গুঁড়িয়ে দিলেই কী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ নিশ্চিহ্ন হয়ে যায় মন থেকে?
ঢাকার ধানমণ্ডি মিছিলে চারপাশ থেকে শতশত মানুষ এসে যোগ দিয়েছে। তারা সবাই আমজনতা।
এবং মোটরসাইকেল নিয়ে যাওয়া আরোহীরা উচ্ছ্বাসের সাথে জয় বাংলা বলে যাচ্ছে। এই ভিডিও যিনি করছেন তিনিও কিন্তু একজন সাধারণ পথিক যার কন্ঠে শেষে জয় বাংলা স্লোগান শোনা গিয়েছে।
একজন মহিলাও আবেগের সাথে চেষ্টা করছিলেন মিছিলের সাথে তাল মিলিয়ে যাওয়ার।
আজকের মিছিলে দলটির নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। তবে দ্রুতই মিছিল শেষ করেন তাঁরা।
