ঢাকা: মব করতে গিয়ে ধরা পড়ে বেদম পেটা খেয়েছেন নূর। অবস্থা খুবই খারাপ, তিনি হাসপাতালে ভর্তি।
এই মবের বিরুদ্ধে রাষ্ট্রপতি। তিনিও জানেন সেনার হাতে কেন মার খেয়েছেন নূর, তারপরেও খোঁজ নিয়েছেন নূরের অবস্থার।
এদিকে, রাজপথে মব তৈরি করে হলেও এই রাষ্ট্রপতির পদত্যাগ চায় ‘রেড জুলাই’ । কী অদ্ভুত অবস্থা বাংলাদেশের।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার বেলা ১০টায় রাষ্ট্রপতি সরাসরি নুরের নম্বরে ফোন করেন বলে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান।
সে সময় নুরের পাশেই ছিলেন জানিয়ে হানিফ বলেন, ফোনে তাদের সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি।
“তিনি আশ্বস্ত করেছেন, উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে নুরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।
রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এ জঘন্য হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মে আশ্বস্ত করেছেন। তিনি দ্রুত নুরের আরোগ্য কামনা করেছেন।”
