ঢাকা: ডাকসু নির্বাচন স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। মানে একটা দলের অবস্থা এমন যে আমার খেলার প্রিপারেশান ভালো নাই, নিশ্চিত হারবো আমি, তাই এখন খেলবোনা।
জাতীয় নির্বাচনও সঠিক সময়ে হবেনা!
২০২৬ সালে জাতীয় নির্বাচন বলা হচ্ছে, জনগণ বলছে না, নির্বাচন ভাইব তুলে রেখেছে এই অবৈধ সরকার।
ডক্টর ইউনূস স্যার খুব তাড়াহুড়ো দেখাচ্ছেন নির্বাচন এর জন্য। অথচ পরিস্থিতি এমন, কাছাকাছি সময় আসলে শুনতে পাবেন দেশে পরিস্থিতি ভালো না, আইন প্রশাসন ঠিক নেই, দলগুলা অনেক জায়গায় একমত হতে পারে নাই তাই নির্বাচন ২০২৮ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। ডাকসু নির্বাচন সেটার সেম্পল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী, এই বিষয়েও জানতে চেয়েছেন হাইকোর্ট।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
