নাটোর: ভয়াবহ ঘটনার স্বীকার নাটোর। চিকিৎসকের খুন।
নাটোরে নিজের বেসরকারি হাসপাতালের একটি কক্ষ থেকে ডা. আমিরুল ইসলাম নামের এক চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদ্রাসামোড় এলাকায় অবস্থিত জনসেবা হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ঐ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আমিরুল ইসলাম জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ছিলেন।
ডাক্তারের গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে আমিরুল ইসলাম তাঁর হাসপাতালের নিজের অফিস কক্ষে ঢুকেছেন কিন্তু অনেক সময় পার হয়ে যাবার পরও কক্ষ থেকে বের হচ্ছিলেন না।
কোনো সাড়া-শব্দ না পেয়ে অফিস স্টাফরা দরজা ভেঙে ফেলেন। ভেতরে ঢুকে দেখেন আমিরুল ইসলামের রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে আছে। গলা এবং অন্ডকোষ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি।
মরদেহ দেখে তাঁরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।