ঢাকা: রাজাকারের সন্তান মির্জা ফখরুলের কোনোদিন লজ্জা হবে না। মনে যা আসে তাই বলতে আর দুইবার চিন্তা করেন না।

মির্জা ফখরুল ইসলামের বাবা চোখা মিয়া একজন কুখ্যাত রাজাকার ছিলেন। স্বাধীনতার পর মির্জা ফখরুল বিপ্লবী ছাত্র ইউনিয়ন করে তার বাবাকে রক্ষা করেছিলেন। তার বাবা চোখা মিয়া স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাড়ি থেকে বের হননি। ৩ বছর তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি।

কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যা ঘটনার পর সকালে চোখা মিয়া লুঙ্গি পরে রাস্তায় বেরিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে শ্লোগান দিয়েছিলেন।

আর তাঁর সন্তান মির্জা ফখরুল মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে গালাগাল দেন।

জিয়াউর রহমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান চালু করার চেষ্টা করেছিলেন। জিয়াউর রহমান সংবিধান পাল্টাতে পারেন নাই তার সন্তানরা বলছে সংবিধান পাল্টে ফেলবে।

বাংলাদেশে জঙ্গীবাদ ছড়াচ্ছে জামাত শিবির বিএনপি‌। আর মির্জা ফখরুল বলেন, বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পতিত ফ্যাসিস্ট গুজব ছড়াচ্ছেষ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় একটি খালের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘অনেক গুজব চারদিকে…তাই না? গুজবে কান দেবো না। কারণ গুজব গুজবই। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে।’

‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমাদের মধ্যে ঐক্য আছে…সেই ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাআল্লাহ।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নেতাদের স্যুট-কোট পরে আসলে হবে না। স্যুট পরে কি খাল পরিষ্কার করা যাবে?’

‘মহিলা নেত্রীরা কেউ কেউ সাজগোজ করে পার্লার থেকে আসছেন, আমি দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামে হবে না। হাঁটতে হবে, জনগণের কাছে যেতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কথা বলতে হবে,’ বলেন তিনি।

ফখরুল বলেন, ‘ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না। বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংসদগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। সেখানে যেন কোনো গোলযোগ সৃষ্টি না করি। কোথাও যেন এই বদনাম না আসে বিএনপির বিরুদ্ধে। আপনারা বড় দল আপনাদের দায়িত্ব বেশি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *