চট্টগ্রাম: বাংলাদেশে খুন, মব, ছিনতাই, এমনকি পুলিশ সেজেও ছিনতাই এগুলো খুব সহজ বিষয় হয়ে গেছে পান্তা ভাতের মতো।

প্রশাসন নেই, থাকলেও ১০/১২ জন‌ পুলিশ মিলে এক আসামিকে আটক করতে পারে না, আসামি ছিনতাই হয়ে যাচ্ছে- এইসব ঘটনাকে খুব নর্মাল করে দেয়া হয়েছে বাংলাদেশে এক বছরে।

জনগণ এই আতঙ্কে ধুঁকে ধুঁকে বাঁচছে আর ইউনূস গং মজা লুটছে।

এইবার চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সদিয়া (৩৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

বহুদিন ধরেই তিনি রিকশা চালাচ্ছেন।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে যাত্রীবেশে ছিনতাইকারীরা সদিয়ার রিকশায় ওঠে। চালক তো স্বাভাবিকভাবেই ভাবেন যাত্রী।

কেচিয়াপাড়া এলাকায় পৌঁছালে তারা রিকশা ছিনতাই করে নেয়ার চেষ্টা করে।বাধা দিলে ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এই ঘটনার বিচার হবে কিনা সেটা জঙ্গী ইউনূস আর তাঁর প্রশাসন জানে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *