ঢাকা: কিংস পার্টি এনসিপির জুলাই জঙ্গীরা ইউনূসকে ক্ষমতায় বসিয়ে আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেছে।

শুধু জঙ্গী এনসিপি নয়, জামাত শিবির বিএনপি এরা প্রত্যেকে ইউনূসকে চেয়ারে বসিয়ে দেশ নিয়ে একরকম তামাশা জুড়ে দিয়েছে।

বাংলাদেশে আইনের নামে এখন চলছে শুধু হাতকড়া। যারাই প্রতিবাদ করছে ইউনূসের তাদের হাতেই হাতকড়া পড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের তো রেহাই নেই, লাগামহীন রাজত্বের ঘোড়া ছুটিয়ে দিয়েছেন ইউনূস।

সারা বাংলাদেশের মতো, কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে জামায়াত–শিবিরের খুনিরা।

৫ আগস্টের পর গুপ্ত শিবির জনসমক্ষে চলে এসেছে।

সোমবার রাতে স্থানীয় বাজারে দোকানের ভেতরেই আওয়ামী লীগের সাধারণ কর্মী আলী হোসেন দুলাল (ভেন্ডার দুলাল) এবং তাঁর ছেলে বাবুকে পিস্তলের বাট দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে জামায়াতের সন্ত্রাসী আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সন্ত্রাসী বাহিনী।

টাকা দাবি করে ব্যর্থ হবার পর তাদের দোকানেই রক্তাক্ত করে ফেলে দেয় এই সন্ত্রাসীরা।

ইউনূসের ছায়ায়, প্রশ্রয়ে এরা এইরকম বাড় বেড়েছে। এরা খুব ভালোভাবে জানে মারলে, কাটলেও এদের কোনো শাস্তি হবে না। তাই যেভাবে ইচ্ছা সেভাবে নিজেদের ব্যবহার করছে। বেপরোয়া হয়ে উঠেছে।

ইউনূস কেবল বসে আছেন চেয়ারে, সরকার চালাচ্ছে রাজাকার জামাত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *