ঢাকা: কিছুদিন আগেই আমেরিকান এম্বাসি, বলেছে পিটার হাস এখন সরকারি লোক নন। কিন্তু এখন পিটার হাস কোন প্রটোকলে পররাষ্ট্র সচিব এর সাথে বৈঠক করছেন? দেশ বিক্রির সকল আয়োজন কি সম্পন্ন?
বাংলাদেশকে বিক্রি করার জন্যই ‘জুলাই ষড়যন্ত্র’ ঘটানো হয়েছে। আমেরিকা যেখানে ঢুকে- সেই দেশ আর দেশ থাকে না, ধ্বংস হয়ে যায়।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে এদিন, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। তবে বৈঠকে আলোচনার বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে, এক সপ্তাহের সফরে গত শনিবার ঢাকায় আসেন পিটার হাস। সফরের পঞ্চম দিন বুধবার তিনি কক্সবাজার ও মহেশখালী যান এবং রাতে ঢাকায় ফেরেন।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে নানা কারণে সব সময়েই আলোচনায় ছিলেন এই পিটার হাস।
এর আগে কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের (যেটি সি পার্ল বিচ রিসোর্ট হিসেবেও পরিচিত) একটা কক্ষে গোপন বৈঠক করেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটওয়ারী, এবং তাসনিম জারা। পিটার হাস বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ।