ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হচ্ছেই বাংলাদেশে। বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৬৩ জন।
চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩০৯ জন। এদের মধ্যে ৫৯ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৪০ দশমিক ২ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর তথ্য দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১৫৪৮ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০৪০ জন।