ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। আগামি ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।

রবিবার, ১৮ মে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার’ নিরিখে আগামি ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা ‘স্থগিত’ ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে যে, যেসমস্ত যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকিট কিনে রেখেছেন, তাঁরা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়া পুরো অর্থ ফেরত নিতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই।

উল্লেখযোগ্য যে, বিমান ১৯৮১ সালে প্রথম ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে, যা ২০০৬ সালে বন্ধ হয়ে যায়। এর আগে ১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করলেও তাও কিছুদিন পর বন্ধ হয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *