ঢাকা: ইউনূস বাংলাদেশ দখল নেয়ার পর মানুষের জীবনের নিশ্চয়তা আর নেই।
পুলিশ প্রশাসন হাত পা গুটিয়ে বসে আছে ইউনূসের গোলাম হয়ে।
নৃশংসতম হত্যাকান্ড ঠেকাতেও কোন পুলিশ কিংবা আনসারদের এগিয়ে আসতে দেখেনা জনগণ। এভাবে প্রকাশ্যে বর্বরতার দায় নেয়নি নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা, দায় নিচ্ছেনা ইউনূসও।
দেশ চালাতে তাদের ব্যর্থতা নজিরবিহীন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের ষড়যন্ত্রের পর বাংলাদেশে আজ সম্পূর্ণ ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা হারিয়েছে মানুষ, এর দায় একমাত্র ইউনূস সরকারের।
এইবার খুলনার রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এই ঘটনাটি ঘটে।
মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিককে পাঁচ/ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মানিক।
তবে এখন আর মানুষ মারতে কারণ লাগে না। পছন্দ লাগে না, মেরে ফেলছে। কথায় মিলছে না মেরে ফেলছে। চাঁদা দেয়নি, মেরে ফেলছে, এইভাবেই চলেছে দেশ।