ঢাকা: আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূস কি তাহলে একেবারেই হেরে গেলেন? বাংলাদেশিদের ফেরত পাঠিয়ে দিচ্ছে আমেরিকা আর হাত পা গুটিয়ে বসে আছেন ইউনূস!? কোথায় তাঁর সেই বড় বড় আলাপ?
এইবার হাতে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে এই বাংলাদেশিদের বহনকারী বিশেষ ভাড়া করা উড়োজাহাজটি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ জানিয়েছেন, ৩০ বাংলাদেশি নাগরিককে নিয়ে আসা চার্টার্ড ফ্লাইটটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় অবতরণ করে। একজন নারীও আছে এদের মধ্যে।
জানা গেলো, উড়োজাহাজ থেকে বের হয়ে আসার পর রানওয়ে পর্যন্ত শিকল বেঁধেই তাদের নিয়ে আসা হয়।
তারপর বিমানবন্দরের এরাইভাল লাউঞ্জে পৌঁছানোর আগে সবাইকে শিকলমুক্ত করা হয়।
তাদের সাথে একেবারে দাগী আসামির মতোই ব্যবহার করা হয়।
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করেছেন ট্রাম্প।
গত কয়েক মাসে অন্তত ১৮০ জন বাংলাদেশিকে ফেরত আসার তথ্য জানা গেছে।