ঢাকা: ষড়যন্ত্র যতই তীব্র হোক না কেন, মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা কেউ কখনো মুছে ফেলতে পারবে না।
মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করে ইউনূস সরকার প্রমাণ করছে এদের নিজেদের আতঙ্ক।
মেটিকুলাস ষড়যন্ত্র করে সাময়িকভাবে দমন করতে হয়তো পারবে কিন্তু এই চেতনা চির জাগরুক থাকবে। কেউই ধ্বংস করতে পারবে না।
বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ অপর সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ এবং নতুন প্রজন্মের মুক্তিসেনা প্রফেসর হাফিজুর রহমান কার্জন, বীর কলম যোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নারা রাজাকার শাবক হামলাকারীদের মোকাবিলা করে আবারও প্রমাণ করেছেন একাত্তর কখনও মাথা নত করে না।
এইবার কাণ্ড ঘটল কিছু অন্যরকম। জঙ্গী ইউনূসের প্রতিহিংসার প্রতিটি পদক্ষেপ বোঝা আছে।
সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু তাঁকে আটকে দেয়া হয়।
আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এসএম সিদ্দিকীর সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। তবে কারণ বলা হয়নি কেন তাঁকে আটকে দেওয়া হয়েছে।
কারণ কী আর অজানা আছে দেশবাসীর কাছে?
কত দরজা বন্ধ করবে এই জঙ্গী গোষ্ঠী? সত্যের দরজা খোলা থাকে সবসময়।