ঢাকা: জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই দু’দিনে তাঁর উপর যে মানসিক চাপ গেছে, তার হিসাব কে রাখবে? প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়।
এভাবেই বহু বছর ধরে অনেক অভিনেতা-অভিনেত্রী নানা লাঞ্ছনার শিকার হয়ে আসছেন। শিল্পীদের কন্ঠরোধ করার চেষ্টা হচ্ছে এভাবেই বারেবারে।
অবশেষে, হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।
নুসরাত ফারিয়ার পক্ষে জামিন শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ফারান মো. আরাফ বলেন, “আদালত ন্যায়বিচার করেছ। দেশের এক নিরপরাধ ব্যক্তি, যে দেশেই ছিলেন না, তাকে গ্রেফতার করাটা যুক্তিযুক্ত ছিল না।”
অপর আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন, “আপনারা জানেন একটি আলোচিত মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। তারপরে আমাদেরকে ২২ তারিখ ধার্য তারিখ দেওয়া ছিল। আজকে পুলিশ দৃঢ়তার সহিত এবং দ্রুততার সহিত পুলিশ প্রতিবেদন আদালতে জমাদান করেছেন। এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে স্পেশাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম-১ আদালতে জামিন চেয়ে শুনানি করা হয়।”
তিনি জানান, নুসরাত ফারিয়া গত ৯ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত কানাডায় অবস্থান করছিলেন। সেই প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। এতে আদালত সন্তুষ্ট হয়ে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন।”