লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সদর উপজেলায় মর্মান্তিক ঘটনা ঘটে গেলো। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে আরও তিনজনের মৃত্যু হয়েছে, ঘটনায় বেড়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে।
এদিন, শনিবার সকাল ৯টা নাগাদ উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে তিন জনের নাম জানা গিয়েছে। তাঁরা হলেন, মোরশেদ আলম, জয়নাল আবেদীন ও হুমায়ুনুর রশিদ।
ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোবারক।